গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন সমৃদ্ধি প্রকল্পের জন্য সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা পদে নিয়োগ
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইফাদ এর অর্থায়নে পরিচালিত গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন সমৃদ্ধি প্রকল্পের জন্য উল্লেখিত পদে জরুরী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট দরখাস্ত আহবান করা যাচ্ছে।
উক্ত পদের দায়িত্বাবলীঃ
সমৃদ্ধি কর্মসূচির আওতাভুক্ত কর্ম এলাকায় দরিদ্র নারী-পুরুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান এবং সরকারি/বেসরকারি পর্যায়ে প্রচলিত স্বাস্থ্যসেবার সাথে সমন্বয় সাধন।
সংক্রামক ও অসংক্রামক রোগের প্রতিরোধ পদ্ধতি, শিশু, কিশোর-কিশোরী, সকল ধরণের শারীরিক ও মানসিক প্রতিবন্ধি এবং বয়স্কদের পরিচর্যা, পুষ্টি, নিরাপদ পানি সঠিক পয়ঃনিস্কাশন বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য উপকারভোগীদেরকে অব্যাহতভাবে স্বাস্থ্য শিক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহন।
বিভিন্ন বয়সী এবং মহিলাগণের পর্যাপ্ত পুষ্টি (প্রয়োজনীয় ক্যালরী, প্রোটিন, ভিটামিন ও খনিজ) সরবরাহের লক্ষ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধিমূলক প্রচরণা, শিশুদের পুষ্টিকণা সরবরাহ, পুষ্টিমান সম্পন্ন খাদ্য প্রস্তুত প্রণালী, বসতবাড়ীতে সবজি চাষ, মাছ-মাংস, হাঁস-মুরগি/গবাদি পশু পালন ইত্যাদির সমন্বিত কার্যক্রম গ্রহণ।
মাসে একবার বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ক্যাম্পেইন করে মা ও শিশু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, নিউরো বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ এবং চর্ম ও যৌন বিশেষজ্ঞ দ্বারা সহজ শর্তে সেবা প্রদানের ব্যবস্থা করা।
স্যাটেলাইট ক্লিনিক স্থাপন করে স্বাস্থ্য সেবা প্রদান।
দরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন সংক্রামক রোগ যেমন-যক্ষা, হাম, বসন্ত, পানিবাহিত রোগ যেমন-ডায়রিয়া, জন্ডিস এবং বার্ডফ্লু ইত্যাদি প্রতিরোধের লক্ষ্যে টিকা, নিরাপদ পানি সরবরাহ এবং সচেতনতা বৃদ্ধিমূলক প্রচরণা করা।
প্রকল্পের কর্মসূচি সম্বন্বয়কারী কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব সুষ্ঠভাবে সম্পন্ন করতে তৎপর থাকা।
চাকরির ধরনঃ প্রকল্পের মেয়াদে চুক্তি ভিত্তিক নিয়োগ
কর্মস্থলঃ সারিয়াকান্দি, বগুড়া।
শিক্ষাগত যোগ্যতাঃ
প্যারামেডিক (ডিপ্লোমা) পাশ হতে হবে।
বয়সঃ ২০-৪৫ বছর
অভিজ্ঞতাঃ
সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১-২ বছর এর উপর অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ওঅন্যান্য সুযোগ-সুবিধাসমূহ
মাসিক বেতন ১৮০০০ (সর্বসাকুল্যে)
প্রকল্পের বরাদ্দকৃত বাজেট অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।
উৎসব ভাতাঃ বছরে ৩টি (বৈশাখী বোনাসসহ)।
মোটরসাইকেলের জ্বালানী, মোবাইল বিল, যাতায়াত বিল/ভাতা।
আবেদনের নিয়মঃ
আগ্রহী প্রার্থীদের সমন্বয়কারী, মানবসম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), গাক টাওয়ার, বনানী, বগুড়া-৫৮০০ বরাবরে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতা সনদের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সরাসরি/ডাক/কুরিয়ারেপ্রেরণ/দাখিল অথবা career@guk.org.bd ই-মেইল প্রেরণ করতে হবে। আবেদনের শেষ তারিখঃ ২২ ডিসেম্বর, ২০২২।