Posted time October 30, 2022

বিজ্ঞপ্তি

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে Rural Microenterprise Transformation Project (RMTP) এর আওতায় ৩ বছর মেয়াদি ”নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন” শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্প গ্রাম উন্নয়ন কর্ম (গাক) সংস্থা কর্তৃক বগুড়া জেলার ৫টি উপজেলায় ১৫টি ইউনিয়নে বাস্তবায়ন করা হচ্ছে। উপ-প্রকল্প এলাকায় কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে ফ্রেশ ও হিমায়িত মাংস সরবরাহ করার জন্য বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নে ক্ষুদ্র মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানাটি স্থাপন করা হবে। প্রকল্প প্রদত্ত নিয়মনীতি অনুসরণ করে একজন আগ্রহী উদ্যোক্তার মাধ্যমে প্লান্ট টি স্থাপন করা হবে। এ লক্ষ্যে আগ্রহী উদ্যোক্তাদের মধ্য হতে নিম্ন লিখিত শর্ত সাপেক্ষে প্রস্তাবনা আহবান করা হচ্ছে।

শর্তাবলী সমূহঃ

আগ্রহী উদ্যোক্তার বাজার সংলগ্ন মেইন রাস্তার পাশে নিজস্ব অথবা লিজকৃত কমপক্ষে ৫ শতক জমি থাকতে হবে। মাংস প্রক্রিয়াজাতকরণ প্লান্ট স্থাপনে জায়গাটি উঁচু এবং প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকতে হবে।

উদ্যোক্তার গবাদী প্রাণির বানিজ্যিক খামার, গরু ক্রয়/বিক্রয় এবং মাংস ব্যবসার সাথে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

উদ্যোক্তাকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

উদ্যোক্তার পরিবারে তরুণ শিক্ষিত এবং বাজার সংযোগ কার্যক্রমে সহযোগিতা করতে পারে এমন সদস্য থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।

চলমান ব্যবসায় কমপক্ষে ৫০ লক্ষ টাকার বিনিয়োগ থাকতে হবে।

উদ্যোক্তার ব্যবসা সংশ্লিষ্ট নথি যেমন ট্রেড লাইসেন্স, টিন, বিন ইত্যাদি সনদ থাকতে হবে।

কন্ট্রাক্ট ফার্মিং পদ্ধতিতে কাজ করতে আগ্রহী এবং এ ধরনের উদ্যোগ অন্যকে প্রদর্শনের সুযোগ দেওয়ার মনোভাব থাকতে হবে।

প্লান্টটি স্থাপনে পবিবেশবান্ধব ভাবে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সুযোগ থাকতে হবে।

 

 

উপরোক্ত শর্তাবলী অনুসরণপূর্বক আগ্রহী উদ্যোক্তাকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কর্ম দিবসের মধ্যে প্রকল্প ব্যবস্থাপক, আরএমটিপি, গাক প্রধান কার্যালয়, বনানী, বগুড়া বরাবরে প্রস্তাবনা দাখিলের জন্য আহবান করা হলো।

 

আদেশক্রমে

প্রকল্প ব্যবস্থাপক
আরএমটিপি, গাক।