Posted time December 15, 2022 Location Bogura Job type Full Time

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর আরএমটিপি প্রকল্পে মনিটরিং এন্ড রেজাল্ট ম্যানেজমেন্ট অফিসার পদে জরুরী ভিত্তিতে নিয়োগ

 

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইফাদ এর অর্থায়নে পরিচালিত Rural Microenterprise Transformation এর আওতায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন “নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন” শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের জন্য ১জন মনিটরিং এন্ড রেজাল্ট ম্যানেজমেন্ট অফিসার পদে জরুরী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট দরখাস্ত আহবান করা যাচ্ছে।

 

উক্ত পদের দায়িত্বাবলীঃ

উপ প্রকল্পের সাব-সেক্টর স্ট্যাডি/বেইসলাইন, মিডটাম, ইনলাইন, শিখন, গুড প্রাকটিস, কেসস্ট্যাডি এবং অন্যান্য্ গুণগত ও সংখ্যাগত প্রতিবেদন তৈরীতে কার্যকরী ভূমিকা রাখা।

উপ প্রকল্পের লজিক, লগফ্রেম, ভিশন ফর চেঞ্জ, ফ্রেমওয়ার্ক, ইন্টারভেনশন ইত্যাদি পর্যালোচনা, বাজার ব্যবস্থা মূল্যায়নে বিভিন্ন টুলস ব্যবহার, এক্সিট কৌশলের পাথওয়ে বিশ্লেষণপূর্বক কর্মকৌশল তৈরি করা এবং সে অনুযায়ী কর্মকান্ডের ফলোআপ ও পর্যালোচনা অব্যাহত রাখা এবং বাস্তবায়ন পদ্ধতি মনিটরিং করা।

মোট সময়ের ৫০ শতাংশ সময় মাঠ পরিদর্শনে ব্যয় করা। মাঠ পর্যালোচনার ভিত্তিতে বাৎসরিক কর্মপরিকল্পনা তৈরি এবং তদানুযায়ী ত্রৈমাসিক ও মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা।

প্রকল্পের কর্মকান্ডের অগ্রগতি অনুযায়ী মাসিক গুণগত ও সংখ্যাগত প্রতিবেদন প্রস্তুত এবং অর্ধবার্ষিক বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদন তৈরি করা।

উপ প্রকল্পের বেস্ট প্রাকটিস, শিক্ষণ ইত্যাদি জাতীয়ভাবে তুলে ধরা এবং ফেইসবুক লাইক পেইজ তৈরি ও প্রকল্পের ফলাফলসমূহ নিয়মিত তুলে ধরা।

বিভিন্ন সংস্থা/মার্কেট এক্টরদের বিদ্যমান পলিসি পর্যালোচনা, নতুন পলিসি উন্নয়নে এ্যাডভোকেসি এবং বিভিন্ন সংস্থা/প্রাইভেট সেক্টর কর্তৃক বাস্তবায়নযোগ্য নতুন প্রযুক্তির হস্তান্তর।

উপ প্রকল্পের সুপারভাইজার কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব সুষ্ঠভাবে সম্পন্ন করতে তৎপর থাকা।

 

চাকরির ধরনঃ প্রকল্পের মেয়াদে চুক্তি ভিত্তিক

বয়সঃ ৩৫-৪৫ বছর

কর্মস্থলঃ বগুড়া।

 

শিক্ষাগত যোগ্যতাঃ

যে কোন বিভাগ হতে মাস্টারস ডিগ্রীধারীগণ অগ্রাধিকার পাবেন।

ভেল্যুচেইন উন্নয়ন বিশেষ করে পোল্ট্রী ভেল্যুচেইন উন্নয়ন প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হলেও আবেদন করতে পারবেন।

অভিজ্ঞতাঃ

কমপক্ষে ৫ বছর মনিটরিং এর উপর অভিজ্ঞতা থাকতে হবে।

প্রকল্পের অগ্রগতি রিপোট প্রস্তুতের অভিজ্ঞতা থাকতে হবে।

বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

কম্পিউটারের অফিস প্রোগ্রামে ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

 

বেতন ও অন্যান্য সুবিধাদিঃ

মাসিক বেতন ৪৫,০০০ (সর্বসাকুল্যে)

প্রকল্পের বরাদ্দকৃত বাজেট অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।

উৎসব ভাতাঃ বছরে ৩টি (বৈশাখী বোনাসসহ)।

মোটরসাইকেলের জ্বালানী, মোবাইল বিল, যাতায়াত বিল/ভাতা।

 

আবেদনের নিয়মঃ

আগ্রহী প্রার্থীদের সমন্বয়কারী, মানবসম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), গাক টাওয়ার, বনানী, বগুড়া-৫৮০০ বরাবরে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতা সনদের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সকল ডকুমেন্ট সরাসরি/ডাক/কুরিয়ারে প্রেরণ/দাখিল অথবা career@guk.org.bd ই-মেইল প্রেরণ করতে হবে। আবেদনের শেষ তারিখঃ ২২ ডিসেম্বর, ২০২২।

This job is Expired