গত ২৯-৩১ জুলাই ২০২৪ তারিখে শ্রীলঙ্কার কলম্বোতে সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের সমন্বয়ে SAARC Agriculture Center কর্তৃক আয়োজিত Regional Expert Consultation on Preparedness of Member Countries for Addressing Antimicrobial Resistance (AMR) in Livestock শীর্ষক কর্মশালায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। কর্মশালায় টিএসএস এর নির্বাহী পরিচালক কামরুন নাহার, গাক এর সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. সায়াদুজ্জামান, সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, পরিচালক (মনিটরিং এন্ড রিভিউ) হজকিল মোঃ আবু হাসান উপস্থিত ছিলেন। কর্মশালায় সার্কভুক্ত বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এবং মালদ্বীপ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, লাইভস্টক স্পেশালিষ্ট, গবেষক, সার্ক পিএইচডি ফেলো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ অংশগ্রহণপূর্বক Antimicrobial Resistance (AMR) বিষয়ক সময়োপযোগী বিভিন্ন গবেষণামূলক পেপার উপস্থাপন করেন। নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও লাইভস্টক উন্নয়নে ক্ষুদ্রঋণের ভূমিকা, মানুষ ও গবাদি প্রাণিতে Antimicrobial Resistance (AMR) এর প্রভাব এবং এর মোকাবেলার বিষয়ে লব্ধ অভিজ্ঞতা ও করণীয় দিকসমূহ তুলে ধরেন। কর্মশালায় Antimicrobial Resistance (AMR) বিষয়ে গাক এর গৃহীত পদক্ষেপ সংক্রান্ত একটি পেপার উপস্থাপন করেন সংস্থার সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম।