অদ্য, ৩১শে আগস্ট ২০২০ তারিখ, সকাল ১১ টায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক দরিদ্র পরিবারের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ৮৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকার শিক্ষা বৃত্তি চেক প্রদানের জন্য একটি অনুষ্ঠান সংস্থার নিজস্ব ভবন গাক টাওয়ারে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জিয়াউল হক, জেলা প্রশাসক, বগুড়া এবং বিশেষ অতিথি ছিলেন জনাব আবু সাঈদ মোঃ কাওছার রহমান, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, বগুড়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. খন্দকার আলমগীর হোসেন, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, গাক। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, সংস্থার সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, পরিচালক (সোস্যাল) জনাব মোঃ রশিদুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও মনিটরিং) জনাব হজকিল মোঃ আবু হাসান, পরিচালক (মাইক্রোফাইন্যান্স) জনাব পঙ্কর কুমার সরকার, পরিচালক (এসএমএপি) জনাব মোঃ আবু রায়হান মিয়া, পরিচালক (আইসিটি ও আরএম) জনাব মোঃ রাইহানুস সাআদাত, পরিচালক (অভ্যন্তরীণ নিরীক্ষা) মোহাম্মদ জসীম উদ্দিন সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গাক এর সহায়তায় ঋণ কর্মসূচির আওতাভুক্ত সদস্যদের ছেলেমেয়ের মধ্যে যারা এস,এস,সি এবং একাদশ শ্রেণীতে কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে তাদেরকে এ বৃত্তির জন্য নির্বচন করা হয়।
দরিদ্র ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক হস্তান্তর
- Post author:gukorgbd
- Post published:August 31, 2020
- Post category:শিক্ষা বৃত্তি