গাক কর্তৃক দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষীপুর, কুমিল্লা, নোয়াখালী ও ফেনী জেলার বন্যা কবলিত মানুষের মাঝে ৭ টি শাখার মাধ্যমে ২১০০০ মানুষকে একবেলা খাবার ও সুপেয় পানি সরবরাহ করার লক্ষ্যে জরুরি ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যার প্রেক্ষিতে গত ২৪ আগষ্ট তারিখ হতে আজ পর্যন্ত প্রায় ৭০০০ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় অদ্য সংস্থার লাকসাম শাখার আওতায় জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন জনাব হজ্বকিল মো: আবু হাসান, পরিচালক মনিটরিং এন্ড রিভিউ, মো: আবু রায়হান মিয়া, পরিচালক মাইক্রোফাইন্যান্স (এসএমএপি), মো: আবজাল হোসেন, ক্রেডিট কো-অর্ডিনেটর মাইক্রোফাইন্যান্স (এসএমএপি) ঢাকা ডিভিশন, মো: জিয়াউদ্দিন সরদার (সহকারী পরিচালক, কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন সহ আরো অনেকে। এ কার্যক্রম আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলমান থাকবে।
গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বন্যা কবলিত ৪ জেলার মানুষের মাঝে খাবার বিতরণ
- Post author:Md Mahmudul Hasan
- Post published:August 27, 2024
- Post category:News / ত্রাণ বিতরণ
Tags: flood