You are currently viewing গাক কর্তৃক কৃষকদের বীমাদাবি ও প্রণোদনা প্রদান

গাক কর্তৃক কৃষকদের বীমাদাবি ও প্রণোদনা প্রদান

সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), সিনজেনটা ফাউন্ডেশন ফর সাসটেইনবল এগ্রিকালচার বাংলাদেশ ও গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর যৌথ উদ্যোগে সুরক্ষা প্রকল্পভুক্ত কৃষকদের প্রণোদনা ও আলু বীমাদাবি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে গাক এর প্রধান কার্যালয়ে প্রণোদনার পণ্য সামগ্রী প্রদান করেন সংস্থার নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। করোনায় বিপর্যস্ত কৃষকদের সহায়তার লক্ষ্যে সুরক্ষা প্রকল্পভূক্ত ৩ হাজার ৩ শত ২৮ জন প্রান্তিক কৃষককে প্রণোদনা ও ২ হাজার ১৩ জনকে আলু বীমাদাবি বাবদ ১ লাখ ৫৭ হাজার টাকা প্রদান করা হয়। এই প্রণোদনার আওতায় প্রতি কৃষককে উচ্চ ফলনশীল জাতের ৩ কেজি বীজ ধান, ৩ ধরনের সবজির বীজ, ১ টি সাবান, ২ টি মাস্ক এবং করোনা বিষয়ক সচেতনামূলক লিফলেট বিতরন করা হয়। উক্ত বিতরন অনুষ্ঠানে গাক এর সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম, পরিচালক (সোস্যাল) রাশিদুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও মনিটরিং) হজকিল মোঃ আবু হাসান, পরিচালক (মাইক্রোফিন্যান্স) পঙ্কজ কুমার সরকার, পরিচালক (এসএমএপি) আবু রায়হান মিঞা, সুরক্ষা প্রকল্পের ফোকাল পারসন সানাউল হক, সহকারী পরিচালক ও সুরক্ষা প্রকল্পের সমন্বয়কারী বাবুল বণিক এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ  উপস্থিত ছিলেন।