You are currently viewing গাক’র প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত ২ দিনব্যাপী “Behavioral Modification and Leadership Development on Task Management” প্রশিক্ষণ” অনুষ্ঠিত

গাক’র প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত ২ দিনব্যাপী “Behavioral Modification and Leadership Development on Task Management” প্রশিক্ষণ” অনুষ্ঠিত

  • Post author:
  • Post category:News

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২ দিনব্যাপী “Behavioral Modification and Leadership Development on Task Management” প্রশিক্ষণ” ১৮-১৯ আগষ্ট ২০২৪ তারিখ গাক প্রশিক্ষণ কক্ষ, গাক টাওয়ার, বনানী বগুড়ায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কোর্সের সমাপনী সেশনে উপস্থিত ছিলেন গাক’র নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। তিনি প্রশিক্ষনার্থীদের উক্ত প্রশিক্ষণের শিক্ষণ থেকে জ্ঞান নিয়ে মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি সংস্থার ঋণ কার্যক্রমের গুনগত মান বৃদ্ধি ও সদস্যদের সঞ্চয়মুখী করতে উদ্বুদ্ধকরণের উপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য যে, সংস্থার ঋণ কর্মসূচি ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সাথে সম্পৃক্ত সিসি, জোনাল ম্যানেজার, কো-অর্ডিনেটর ও প্রকল্প ব্যবস্থাপকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কোর্সটি পরিচালনায় সহায়তা করছেন ব্র্যাক ট্রেনিং ফ্যাসিলিটেশন ইউনিট। এছাড়াও প্রশিক্ষণের সমাপনী সেশনে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, পরিচালক (মনিটরিং এন্ড রিভিউ) হজকিল মোঃ আবু হাসান, পরিচালক (আইসিটি এন্ড আরএম) মোঃ রায়হানুস সাদাত সহ প্রশিক্ষণ বিভাগের কর্মকর্তাবৃন্দ।