You are currently viewing গাক’র প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত ২ দিনব্যাপী “Competency Development Training on Managing Self” প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাক’র প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত ২ দিনব্যাপী “Competency Development Training on Managing Self” প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Post author:
  • Post category:News

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত মাঠ পর্যায়ের প্রোমোটেড বিএমদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২ দিনব্যাপী “Competency Development Training on Managing Self” প্রশিক্ষণ গত ১৬-১৭ আগষ্ট ২০২৪ তারিখ গাক প্রশিক্ষণ কক্ষ, গাক টাওয়ার, বনানী বগুড়ায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাক’র নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। তিনি প্রশিক্ষনার্থীদের উক্ত প্রশিক্ষণের শিক্ষণ থেকে জ্ঞান নিয়ে মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য যে, সংস্থার ঋণ কর্মসূচি বাস্তবায়নের সাথে সম্পৃক্ত প্রোমোটেড বিএমদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কোর্সটি পরিচালনায় সহায়তা করছেন ব্র্যাক ট্রেনিং ফ্যাসিলিটেশন ইউনিট।